সংসারের খুব ছোট জিনিষ ওনার নজর এড়াতো না।আমার বিয়ের আগে আমার টুথব্রাশ নষ্ট হওয়ার আগে উনি ব্রাশ হোল্ডারে নতুন ব্রাশ রেখে দিতেন।বিয়ের পর এই অভ্যাসটা গড়তে আমার বেশ সময় লেগেছিল। ছোট ছোট নগন্য যে কোন জিনিষ ওনার কাছে মুল্যবান ছিল।ঔষধের টিউবের মুখ, শেষ হয়ে যাওয়া টুথপেষ্টের ক্যাপ, দড়ি উনি সযতনে রেখে দিতেন, বলতেন কখন কি কাজে লাগে বলা তো যায় না। সংসারের সব কিছুর হিসাব ওনার কাছে থাকতো। চাল, ডাল, তেল, লবন থেকে শুরু করে সব কিছু কখন কোনটা লাগবে উনি জানতেন। প্রতিদিনের খরচের হিসাব উনি ছোট ডায়রিতে লিখে রাখতেন।আম্মাকে কখনও দেখিনি আব্বুর কাপড়ের আলমিরা কিংবা বই পত্র গুছিয়ে দিতে, আব্বু পছন্দ করতেন না। নিজের সব কিছু তিনি নিজেই গুছাতেন। দিদির মেট্রিক পরীক্ষার সময় আম্মা আফিবু ( আব্বুর চাচাতো ভাইয়ের মেয়ে) র সাথে কলকাতায় এক সপ্তাহের জন্য বেড়াতে চলে গেলো। আব্বু তিন বছরের যামি কে কোলে করে ফিডিং বোতলে দুধ বানিয়ে আমাকে সাথে নিয়ে দিদির জন্য খাওয়া নিয়ে যেতেন। আমাদের এনেসেল ম্যানসনের বাসায় প্রচুর পানির কষ্ট ছিল। আব্বু আর দিদি খুব ভোরে নীচ থেকে পানি বালতি আর কলসি করে আমাদের দোতলায় তুলতো। আব্বু ওয়াসা থেকেও পানি ড্রামে ভরে রিকশা করে নিয়ে আসতো।আসলে, এসব কথা আমি বলছি একজন শিল্পী যার কিনা এত নাম যশঃ, ঘরোয়া জীবনে উনি ছিলেন একেবারেই সাধারণ। আমি ছোটবেলায় কখনই অনুভব করিনি আব্বু কতটা খ্যাতিমান, কেননা, তাঁর কোন এক্সিবিশনে আমার তখন যাওয়া হয়নি। কিন্তু বড়বেলায় যখন দুইটা এক্সিবিশনে যাই তখন বুঝেছি তিনি কতটুকু জনপ্রিয়, কতটুকু খ্যাতিমান।

Born 17 August 1932
Died 15 August 2020 (aged 87)
Resting place Banani Graveyard
Murtaja Baseer was a Bangladeshi painter and artist known for his abstract realism themed works. He was also a poet, author, researcher, numismatist, and filmmaker. He was awarded the Ekushey Padak, Bangladesh’s second highest civilian honor, in 1980, and the Swadhinata Padak, or Independence Day Award, Bangladesh’s highest state award, in 2019.
- Independence Day Award (2019)
- Ekushey Padak (1980
- Sultan Padak, Narail (2003)
- Star Lifetime Award (2016)
- Best Cover Design, National Book Centre, Dhaka (1976)
- Academy Award by Bangladesh Shilpakala Academy (1975)
- Prix National, Festival of Paintings, Cagnes-sur Mer, France (1973)
বাবার যত কথা : পর্ব ৭ – মুনিজা বশীর
